
অনলাইন ডেস্ক :
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌছেছে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম আগেই এসেছেন ঢাকায়। বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৬ জনের দলের বাকিরা মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেছেন। প্রথম ম্যাচ হবে ১ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলায়। একই ভেন্যুতে বাকি চার ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।