
অনলাইন ডেস্ক :
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন কোপেনহেগেনের রাস্তায় হামলার শিকার হওয়ার পর ‘হতবাক’ হয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়।
শহরের কেন্দ্রে একটি চত্বরে এই ঘটনাটি ঘটে। সেখানে একজন লোক হেঁটে তার দিকে আসে ও তারপর তাকে আঘাত করে।
হামলাকারীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন এটিকে একটি “ঘৃণ্য কাজ” বলে অভিহিত করেছেন এবং বলেছেন, “আমরা যা বিশ্বাস করি ও ইউরোপে আমরা যেটির জন্য লড়াই করি, এই ঘটনা সেটির বিরুদ্ধে যায়।”
“শুক্রবার সন্ধ্যায় কোপেনহেগেনের কুলটোরভেটে একটি লোক প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনকে মারধর করেন, যাকে পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী এই ঘটনায় হতবাক,” প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে। সেখানে এর চেয়ে বিস্তারিত কিছু উল্লেখ ছিল না।
তথ্যসূত্র : বিবিসি বাংলা।