‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ ছবির প্রযোজক জন ল্যান্ডাউ

‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ ছবির প্রযোজক জন ল্যান্ডাউ

অনলাইন ডেস্ক :

না ফেরার দেশে পারি দিলেন বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয়া ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ ছবির প্রযোজক জন ল্যান্ডাউ। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর। চিরঘুমে ঢলে পড়ার সময়ে স্ত্রী জুলি এবং দুই ছেলে জুডি ও জিমি-সহ অসংখ্য অনুরাগীকে রেখে গিয়েছেন।

শনিবার পরিবারের তরফ থেকে অস্কার বিজয়ী প্রযোজকের চিরঘুমে পাড়ি দেয়ার কথা জানানো হয়েছে। যদিও কী কারণে ল্যান্ডাউয়ের মৃত্যু হয়েছে, তা জানানো হয়নি। ল্যান্ডাউয়ের মৃত্যুর খবরে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় বন্ধুর মৃত্যুর খবরে মুষড়ে পড়েছেন ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ ছবির পরিচালক-প্রযোজক জেমস ক্যামেরন।

হলিউডের বিখ্যাত প্রযোজক দম্পতি এলি এবং এডি ল্যান্ডাউয়ের সন্তান জন পড়াশোনার শেষেই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন। হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ‘টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স’-এ আল্প সময়ের জন্য নির্বাহী প্রযোজক হিসাবে কাজ করেছেন। সাড়া জাগানো ‘দ্য লাস্ট অফ দ্য মোহিকানস’ এবং ‘ডাই হার্ড টু’ সহ বেশ কয়েকটি ছবি তার তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। পরে প্রখ্যাত পরিচালক-প্রযোজক জেমস ক্যামেরনের সঙ্গে জুটি বাঁধেন ল্যান্ডাউ। ১৯৯৭ সালে দু’জনে মিলে তৈরি করেন ব্লক বাস্টার ছবি ‘টাইটানিক’। ওই ছবির জন্য অস্কার মনোনয়নও পান। এর পরে ‘অ্যাভাটার’ এবং ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ নির্মাণ করেন।

প্রিয় বন্ধু জন ল্যান্ডাউয়ের অকাল প্রয়াণে মুষড়ে পড়েছেন হলিউডের স্বনামধন্য প্রযোজক-পরিচালক জেমস ক্যামেরন। সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘একজন মহান প্রযোজক এবং একজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। জন ল্যান্ডাউ ছিলেন স্বপ্নচারী। তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র নির্মাণ করতে হলে প্রথমে নিজেকে মানুষ হতে হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *