জিম করতে গিয়ে সালমানের বডি ডাবলের মৃত্যু

জিম করতে গিয়ে সালমানের বডি ডাবলের মৃত্যু

অনলাইন ডেস্ক :

জিম করতে গিয়ে প্রাণ হারালে বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খানের ‘বডি ডাবল’ সাগর পাণ্ডে। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি।

সেই সময় তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। নিজের ‘বডি ডাবল’-এর মৃত্যু নিশ্চিত করে ইনস্টাগ্রামে সালমান খান লেখেন, ‘মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। ভাই সাগর তোমার আত্মার শান্তি কামনা করি।’ ‘টিউবলাইট’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘দাবাং’, ‘দাবাং ২’সহ সালমান খানের সঙ্গে অর্ধশতকেরও বেশি সিনেমোয় কাজ করেছেন সাগর পাণ্ডে। সালমান খানের একনিষ্ঠ ভক্ত সাগর পাণ্ডের মৃত্যুতে শোক জানিয়েছেন আরও অনেকে। ভোজপুরী অভিনেত্রী আম্রপালী দুবে সাগরের ছবি শেয়ার করে লেখেন, ‘জীবন সত্যি কত অনিশ্চিত। তোমাকে মিস করব সাগর পাণ্ডেজি। ওম শান্তি। আমি এখনও মানতে পারছি না তুমি আর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *