জাহ্নবী কাপুরকে গোপনে বিয়ে করেন অভিষেক!

জাহ্নবী কাপুরকে গোপনে বিয়ে করেন অভিষেক!

অনলাইন ডেস্ক :

অভিষেকের জীবনে এসেছিলেন নাকি জাহ্নবী কাপুর। গোপনে নাকি সম্পর্ক তৈরি হয়। অভিষেক নাকি তাঁকে গোপনে বিয়ে করেছিলেন এমনটাই দাবি করেন জাহ্নবী।
বিগত কয়েকমাস ধরেই অভিষেক- ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে মুখর বলিউড। বলি-পাড়ার অলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে চিড় ধরেছে। বচ্চনদের সঙ্গে এক বাড়িতেআর থাকছেন না ঐশ্বর্য। মেয়ে আরাধ্যাকে নিয়ে তিনি ইদানীং আলাদা থাকছেন।

বিগত কয়েকমাস ধরেই অভিষেক- ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে মুখর বলিউড। বলি-পাড়ার অলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে চিড় ধরেছে। বচ্চনদের সঙ্গে এক বাড়িতেআর থাকছেন না ঐশ্বর্য। মেয়ে আরাধ্যাকে নিয়ে তিনি ইদানীং আলাদা থাকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *