
অনলাইন ডেস্ক :
রাতে নেশনস লিগে ঘটেছে বেশ কয়েকটি অঘটন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে চমক দিয়েছে হাঙ্গেরি। এছাড়াও বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা ইতালিও জয় পেয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।
রেড বুল অ্যারেনায় পূর্ণ শক্তির জার্মানির দলকে ম্যাচের শুরু থেকেই ভুগিয়েছে হাঙ্গেরি। ম্যাচের ১৭ মিনিটে চমৎকার গোলে দলকে এগিয়ে নেন সলোই। কর্নার থেকে বুদ্ধিমত্তায় সাইড ফুট ভলিতে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন বাসেল ফরোয়ার্ড। এরপর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি জার্মানরা। পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে ছিল জার্মান খেলোয়াড়দের কাছে। এই সময় জার্মান খেলোয়াড়রা ১০টি শট নিয়েছে প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে। তবুও গোল করতে পারেনি তারা। এই হারে শিরোপা জয়ের আশা শেষ হয়ে গেল জার্মানির। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে তারা। আর ৫ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে হাঙ্গেরি।
অন্য এক ম্যাচে মিলানের সান সিরোতে ৬৮ মিনিটে গিয়াকোমো রাসপাডোরির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধে ৫৫ শতাংশ বল নিয়েও কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধেও খেলা চলতে থাকে একই গতিতে। এর মধ্যেই ৬৮তম মিনিটে দুর্দান্ত গোলে ইতালিকে এগিয়ে নেন রাসপাডোরি। শেষ পর্যন্ত সেই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি। আগামী সোমবার (২৬ সেপ্টেম্বর) মুখোমুখি হবে হাঙ্গেরি ও ইতালি।