অনলাইন ডেস্ক :
পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চুপিসারে সৌদি আরবের কিংডম হোল্ডিং কোম্পানি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রাশিয়ার তিনটি বৃহত্তম জ্বালানি কোম্পানিতে বিনিয়োগ করেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এই কোম্পানিটি সৌদি আরবের প্রভাবশালী প্রিন্স ধনকুবের আল ওয়ালিদ বিন তালালের। তবে অন্য সূত্রে জানা গেছে, কিংডম হোল্ডিংয়ের ১৬ দশমিক ৯ ভাগের মালিক হলো সৌদি আরবের সভেরিন ওয়েলথ ফান্ড। এই ফান্ডটির চেয়ারম্যান হলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কোম্পানিটি আগে কখনো তাদের বিনিয়োগের বিস্তারিত প্রকাশ করেনি। কিংডম হোল্ডিং কোম্পানি ফেব্রুয়ারি মাসে রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস উৎপাদনকারী কোম্পানি গ্যাসপ্রমে ১ দশমিক ৩৭ বিলিয়ন সৌদি রিয়াল (৩৬৫ মিলিয়ন ডলার) এবং রশনেফটে ১৯৬ মিলিয়ন রিয়াল (৫২ মিলিয়ন ডলার) বিনিয়োগ করে।