অনলাইন ডেস্ক :
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে গত জুনে, ২৫৫ কোটি ডলার। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল মে মাসে, ২২৫ কোটি ডলার। আর সর্বশেষ জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ডলারের প্রবাসী আয়। চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনে দেশে ১৫৩ কোটি ডলার প্রবাসী আয় এসেছে।
গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১১২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যে এসব জানা যায়।
চলতি আগস্ট মাসে আয়ের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২৫০ কোটি ডলার কাছাকাছি পৌছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যেই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।