গ্রেপ্তার এড়াতে অভিবাসীদের সাগরে ফেলে দিচ্ছে মানবপাচারকারীরা

গ্রেপ্তার এড়াতে অভিবাসীদের সাগরে ফেলে দিচ্ছে মানবপাচারকারীরা

অনলাইন ডেস্ক :

তুরস্কের উপকূল থেকে গ্রিসের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসার অন্তত দুটি ঘটনায় মানবপাচারকারীরা গ্রেপ্তার এড়াতে যাত্রীদের সাগরে ফেলে দিয়েছে বলে জানিয়েছে গ্রিক উপকূলরক্ষী৷ গ্রিক কর্তৃপক্ষ বলছে, মানবপাচারকারীরা নিজেদের রক্ষা করতে গিয়ে এমন বিপজ্জনক কৌশল বেছে নিচ্ছে৷

সপ্তাহান্তে এমন দুটি ঘটনায় সাগরে ফেলে দেয়া আট জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে৷ এসব ঘটনায় দেখা গেছে, পাচারকারীরা অভিবাসনপ্রত্যাশীদের স্পিডবোটে করে নিয়ে আসে৷ আর গ্রিসের সামুদ্রিক টহল এড়িয়ে পালিয়ে যেতেই পাচারকারীরা এমন ভয়ঙ্কর কৌশল বেছে নিচ্ছে বলে অভিমত উপকূলরক্ষীদের৷

সাগরে ফেলে দেয়া তিন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে উপকূলরক্ষীরা৷ তারা জানিয়েছে, এই পারাপারের জন্য পাচারকারীদের জনপ্রতি প্রায় পাঁচ লাখ টাকা দিতে হয়েছিল৷

পূর্ব এজিয়ান সাগরের জলসীমায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে গ্রিস৷ ফলে, মানবপাচারকারীরা এখন তাদের কৌশল পাল্টেছে বলে দাবি করেছে গ্রিস কর্তৃপক্ষ৷ তারা বলছে, উচ্চ গতিসম্পন্ন স্পিডবোটের আক্রমণাত্মক ব্যবহার ছাড়াও সেন্ট্রাল এজিয়ান হয়ে নতুন রুট খুঁজছে পাচারকারীরা৷ সম্প্রতি লিবিয়া থেকে গ্রিসের দক্ষিণের ক্রিট দ্বীপমুখী অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়েছে৷

তথ্যসূত্র : ইনফোমাইগ্রেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *