অনলাইন ডেস্ক :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার তিনটি হাসপাতাল ঘিরে রেখেছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার (১০ নভেম্বর) প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার আশরাফ আল-কুদরা টেলিফোনে বিবিসিকে জানান, আল-শিফা, রানতিসি ও আল-নাসর হাসপাতাল এখন ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। তিনি আরও জানান, শুক্রবার সকাল থেকে গাজার সবচেয়ে বড় ও আধুনিক হাসপাতাল আল-শিফায় পাঁচবার হামলা চালানো হয়েছে। এসব হামলায় প্রসূতি ওয়ার্ডসহ হাসপাতালের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও জানান, জ্বালানির অভাবে এখন আল-শিফা হাসপাতাল যেকোনও সময় বন্ধ হয়ে যেতে পারে। জ্বালানি না পেলে হয়তো ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালটি বন্ধ করে দিতে বাধ্য হবেন কর্তৃপক্ষ।’ আর এমনটি হলে গাজায় মানবিক বিপর্যয় দেখা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এর আগে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছিল, গাজার আল-শিফা হাসপাতালকে চারদিক থেকে ঘিরে রয়েছে ইসরাইলি সেনারা। হাসপাতালটি থেকে তারা মাত্র ২৫০ মিটার দূরে অবস্থান করছে বলেও জানায় সংবাদমাধ্যমটি। এছাড়া গাজার আল-কুদস হাসপাতালের ভেতর থেকে এক ব্যক্তি বিবিসিকে বলেন, ‘হাসপাতালের ভেতরে কোনও ট্যাঙ্ক নেই। তবে হাসপাতালটিকে চর্তুর্দিক থেকে ইসরাইলি ট্যাঙ্ক ঘিরে রেখেছে। আমি ঘনঘন বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি।’