ফিচার ডেস্ক :
১৯৪০ সালের মে মাসের ১০ তারিখ হিটলার নেদারল্যান্ড আক্রমণ করে ১৭ তারিখের ভেতরে দখল করে ফেলে। এরপর শুরু হয় তার ইহুদি নিধন। টেন বুম পরিবার যুদ্ধের ভয়াবহতা টের পায়। তখন তাদের দরজায় এসে হাজির হয় ক্লিরমেকার নামের এক ইহুদি মহিলা যাদেরকে তারা আপন করে নেয়। কোরি তার বই Hiding place এ বলেন “এই ঘরে, ঈশ্বরের সৃষ্ট সকল মানুষ আমন্ত্রিত”। তাদের এই মহানুভবতার কথা ছড়িয়ে পড়তে শুরু করে। মানুষ তাদের বাসায় সাহায্যের জন্য ছুটে আসতে থাকে। টেন বুম পরিবারও কাউকে ফিরাতো না। ওদিকে জার্মান বাহিনীও ট্রেন ভরে ভরে ইহুদীদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো শুরু করে।