কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নভেম্বর মাসে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এ ঘোষণা দেন। পরে জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত ওসিকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন পুলিশ সুপার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, আমি মাত্র দুই মাস আগে কুলিয়ারচর থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। আমাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।