ওয়েব সিরিজ দিয়ে ফিরছেন ইচ্ছে পুতুলের ‘মেঘ’ তিতিক্ষা দাস

ওয়েব সিরিজ দিয়ে ফিরছেন ইচ্ছে পুতুলের ‘মেঘ’ তিতিক্ষা দাস

অনলাইন ডেস্ক :

অনেকদিন হল শেষ হয়েছে ইচ্ছে পুতুল ধারাবাহিক। ‘দত্ত অ্যান্ড বৌমা’, ‘জয় জগন্নাথ’ ধারাবাহিক দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন তিতিক্ষা দাস। তবে দর্শক মনে সেভাবে নজরে আসেন ইচ্ছে পুতুলের মেঘ হিসেবেই। দত্তপুকুরের মেয়ে। মডেলিং করেছেন লম্বা সময়। ভালো নাচও করেন। এমনকী, একসময় ছিলেন দিদি নম্বর ১ শো-এর ব্যাকগ্রাউন্ড ডান্সারও। নেচেছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের পিছনেও। টলিপাড়ার অন্দরের খবর বলছে, আরও একবার ওয়েব সিরিজ দিয়েই কামব্যাক হচ্ছে তিতিক্ষার। এটিও প্রিমিয়ার হবে ওয়েব সিরিজেই। নাম গুটিপোকা। যেখানে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পাওলি দাম। তিতিক্ষার চরিত্রের নাম অ্যাঞ্জেলা। গার্হস্থ্য হিংসার শিকার এক মহিলার চরিত্রে অভিনয় করছেন পাওলি। পেশায় যিনি শিক্ষিকা। আপাত ভীরু মহিলার ফিরে দাঁড়ানোই এই সিরিজের গল্প। গুটিপোকা থেকে প্রজাপতি হয়ে পাখা মেলবে পাওলির চরিত্রটি। এই সিরিজে আরও রয়েছেন সৌরভ চক্রবর্তী, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, ফাল্গুনী চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শিঞ্জিনী চক্রবর্তী। এদিকে, তিতিক্ষা শুক্রবার দুটি ছোট্ট ফুটেজ শেয়ার করে নেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে লেখা রয়েছে ‘ডাবিং ফর অ্যানাদার ওয়ান’ অর্থাৎ ‘আরও একটার জন্য ডাবিং’। খুব সম্ভবত গুটিপোকারই ডাবিং করলেন তিনি। তবে নিজে কোনও ঘোষণা করেননি। অভিনেত্রী জানান, ‘ভালো চরিত্র পেলে আবারও ধারাবাহিকে কাজ করব। আমি চাই ধারাবাহিকে দর্শক আমায় দেখুক।’ জানা গিয়েছে, অ্যাঞ্জেলাকে একটু গ্রে শেডেই দেখানো হবে গুটিপোকা সিরিজে। এই প্রথম এমন একটা চরিত্রে কাজ করবেন তিতিক্ষা। এর আগে তার মেঘ চরিত্রটি ছিল শান্তশিষ্ট নিপাট ভালো মেয়ের। যে পরিবার ও কাছের মানুষদের জন্য ত্যাগ করতে পারে নিজের সর্বস্ব। তবে রয়েছে আত্মসম্মান। যাতে আঘাত এলে ঘুরে দাঁড়াতেও পিছ পা হয় না। আর গভীর জলের মাছ ২-এর বৃন্দা চরিত্রটিও ছিল খানিকটা এরকমই। যে পুলিশকে সাহায্য করেছিল, খুনের মামলা সমাধান করার, নিজে থেকে এগিয়ে এসেই। তবে গুটিপোকা-তে অন্যভাবে ভক্তরা দেখতে পারবেন তাকে। শুটিং শেষ। ডাবিং চলছে বর্তমানে। মুক্তি নিয়ে এখনও অফিসিয়াল ঘোষণা বাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *