নেট ডেস্ক :
পরিচালক অনন্য মামুন নতুন ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত-সমালোচিত হওয়া টিকটকার অপু ভাইকে নিয়ে। ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ নামের সিরিজটিতে অভিনয় করতে দেখা যাবে নরসুন্দর থেকে টিকটকে জনপ্রিয় হওয়া এই তরুণকে। এ বিষয়টি অনন্য মামুন নিজেই জানিয়েছেন তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে।
পরিচালক অনন্য মামুন জানায়, ‘ওয়েব সিরিজটির কেন্দ্রীয় একটি চরিত্রে অপু ভাইকে দেখা যাবে। কয়েক দিন আগে তাকে চূড়ান্ত করা হয়েছে। এতে অভিনয়ের জন্য তার লুকে পরিবর্তন আনা হবে। যেহেতু সে নতুন, তাই তাকে অভিনয়ের উপর গ্রুমিং করানো হচ্ছে। আমার বিশ্বাস সে ভালো করবে।’
মামুন আরও জানান, সিরিজটিতে অপু অভিনয় করবেন আলিয়ান নামের চরিত্রে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’-এর শুটিং শুরু হতে হবে জানিয়েছে পরিচালক সূত্রে।। এতে আরও এক ঝাঁক নতুন মুখ দেখা যাবে বলে জানা গেছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited