বিনোদন ডেস্ক :
একজন গানের মানুষ, অন্যজন সিনেমার। দু’জনই নিজ নিজ জায়গা থেকে অর্জন করেছেন ভক্তদের ভালোবাসা। তারা হলেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা ও চিত্রনায়িকা পূজা চেরি। এই দুই তারকা প্রথমবারের মতো এক হলেন। মূলত অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমার মাধ্যমে দুই পূজা হাজির হবেন জুটি বেঁধে। সম্প্রতি সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা পূজা, আর পর্দায় সেই গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যাবে নায়িকা পূজাকে। এরই মধ্যে নিকেতনের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সুর-সংগীত করেছেন কলকাতার লিংকন। এ প্রসঙ্গে বাঁধন সরকার পূজা বলেন, গানটির কথা চমৎকার। এই গানের সুবাদে আমরা দুই পূজা একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। কাজটি করে অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা।