
অনলাইন ডেস্ক :
একই মঞ্চে একসঙ্গে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হতে যাচ্ছেন বাংলাদেশের নাটক, চলচ্চিত্রের গুনী অভিনেত্রী ডলি জহুর, আলোকচিত্রশিল্পী চঞ্চল মাহমুদ ও দেশের প্রতিথযশা নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুনমুন আহমেদ। আগামীকাল সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ মিলনায়তনে ‘বাবিসাসের (বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি)’ ২২তম আসরে এ পুরস্কার পেতে যাচ্ছেন তারা। এ অনুষ্ঠানের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান এমপির হাত থেকে তারা তিনজন আজীবন সম্মাননা গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজমুদার ও সাধারণ সম্পাদক মো. সামছুল হুদা।
এ প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘অবশ্যই আজীবন সম্মাননা প্রাপ্তির বিষয়টি আমার জন্য অনেক সম্মানের। এমন একটি বড় পরিসরের আয়োজনে আমাকে চুড়ান্ত করার জন্য বাবিসাস সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অন্যান্য শাখায় আরো যারা সম্মাননা পাবেন, তাদের প্রতি রইল আমার অগ্রীম অভিনন্দন।’
মুনমুন আহমেদ বলেন, ‘আজীবন সম্মাননা প্রাপ্তি বিষয়টি সত্যিই অনেক বড় ব্যাপার। আমাকে এ সম্মাননা দেয়া হচ্ছে—খবরটি পাওয়ার পরই যেন ভীষণ ভালো লাগা কাজ করেছে। জানি না, এদেশের সংস্কৃতিতে আমার অবদান কতটুকু। তবে যতটুকু অবদানই আছে, তাকে বিশেষ গুরুত্ব দিয়ে আমাকে যে সম্মাননা দেয়া হচ্ছে, এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের। সবার কাছে দোয়া চাই।’
চঞ্চল মাহমুদ বলেন, ‘এর আগে দেশের বিভিন্ন সংগঠন থেকে ফটোগ্রাফিতে নিজের সেরা কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছি। দেশের বাইরে থেকেও পেয়েছি। তবে দেশের বড় কোনো পুরস্কার প্রদানের আসরে এবারই প্রথম আমার আজীবন সম্মাননা পেতে যাওয়া। ফটোগ্রাফিকে ভালোবেসে সারাটা জীবনই পার করে দিয়েছি।’