উজবেকিস্তানের স্কুলে হিজাব নিষেধাজ্ঞা বাতিল

উজবেকিস্তানের স্কুলে হিজাব নিষেধাজ্ঞা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক :

উজবেকিস্তানের স্কুলগামী মুসলিম মেয়েদের হিজাব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর দেশটির শিক্ষামন্ত্রী শেরজোদ শেরমাটোভ মুসলিম মেয়েদের স্কুলে গমন নিশ্চিত করতে শিক্ষার্থীদের স্কার্ফ পরার অনুমোদন প্রদান করেন। মধ্যএশিয়ার দেশ উজবেকিস্তানে ইসলাম প্রধান ধর্ম। সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার তিন দশকে দেশটির ধর্মনিরপেক্ষ সরকার ক্ষমতায় থেকে মুসলিমদের ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। সেই ধারাবাহিকতায় সেখানে নারীদের হিজাব পরিধানে কঠোর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে হিজাব নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নিতে বাধ্য হচ্ছে দেশটির সরকার। উজবেকিস্তানের শিক্ষামন্ত্রী শেরজোদ শেরমাটেভ এক বিবৃতিতে বলেন, আমাদের জাতীয় মূল্যবোধের বিবেচেনায় স্কুলের ছাত্রীদের স্কার্ফ পরার অনুমোদন দেওয়া হবে। স্কুলে তাদেরকে সাদা হালকা রঙের কাপড় ও টিউবেটিকার (স্থানীয় টুপি) ইউনিফর্ম হিসেবে পরারর পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *