অনলাইন ডেস্ক :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহর ইসরায়েলি হামলার দাঁড়প্রান্তে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ এপ্রিল) সংস্থাটির প্রধান অ্যান্তোনিও গুতেরেস এই হামলা ঠেকাতে ইসরায়েলের ওপর প্রভাবশালী রাষ্ট্রগুলোকে ‘তাদের ক্ষমতায় থাকা সবকিছু করার’ আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
রাফাহ শহরে গাজার ১২ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার সেখানে হামলার চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিষয়ক একটি চুক্তি নিয়ে সশস্ত্র গোষ্ঠী হামাসের সর্বশেষ প্রস্তাবের প্রতিক্রিয়া যাই হোক না কেন, রাফাহতে হামলা চালাবে ইসরায়েলি সেনারা।
এক বিবৃতিতে জাতিসংঘের সাহায্য প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, ‘কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে রাফাহকে রক্ষা করার জন্য আবেদন জানাচ্ছে বিশ্ব। তবে একটি স্থল অভিযান শুরু হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে শহরটি।’
এসময় ‘রাফাহ শহরে স্থল অভিযানটি একটি বর্ণনাতীত ট্র্যাজেডি চেয়ে কম কিছু হবে না’ বলেও সতর্ক করেন গ্রিফিথস।
সাংবাদিকদের গুতেরেস বলেছিলেন, উত্তর গাজায় ‘সম্পূর্ণ প্রতিরোধযোগ্য, মানবসৃষ্ট দুর্ভিক্ষ’ এড়ানোর ‘ক্রমবর্ধমান অগ্রগতি’ হয়েছে। তবে সেখানে আরও অনেক জরুরি জিনিসের প্রয়োজন ছিল।
এ বিষয়ে গ্রিফিথস জানান, ‘গাজায় আরও সাহায্য প্রবেশের যে উন্নতি হয়েছে সেগুলো রাফাহতে একটি পূর্ণাঙ্গ সামরিক হামলার জন্য প্রস্তুতি বা ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহার করা যাবে না।’
গাজার উত্তরের দুটি ক্রসিং খোলার যে প্রতিশ্রুতি ইসরায়েল দিয়েছিল তা বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন গুতেরেস।
সাংবাদিকদের তিনি বলেন, ‘গাজাজুড়ে ত্রাণ বিতরণে একটি বড় বাধা হল মানবিককর্মী এবং আমরা যাদের সাহায্য করে থাকি তাদের নিরাপত্তার অভাব। মানবিক ত্রাণবাহী গাড়িবহর, সুযোগ-সুবিধা এবং কর্মী এবং অভাবী মানুষদের লক্ষ্যবস্তু করা উচিত নয়।’