
অনলাইন ডেস্ক :
ইনস্টাগ্রামে এবার বিরতি ছাড়াই ভিডিও দেখার সুযোগ চালু করেছে। নতুন এ সুবিধা চালুর ফলে ভিডিও পোস্ট করার সময় ১৫ সেকেন্ড পরপর ভিডিও কেটে যাবে না। দর্শকেরাও বিরতি ছাড়া ভিডিও দেখার আনন্দ পাবেন।
জানা গেছে, পর্যায়ক্রমে বিশ্বের সব দেশে এ সুবিধা ব্যবহার করা যাবে। এ বিষয়ে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার মুখপাত্র জানান, ‘আমরা সব সময় স্টোরিজ ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করতে কাজ করছি। নতুন এ উদ্যোগের আওতায় ১৫ সেকেন্ডের ক্লিপের বদলে ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও টানা ভিডিও দেখা যাবে। ফলে ভিডিও নির্মাতা ও দর্শক উভয়েরই সুবিধা হবে।’ কিশোর-কিশোরীদের কাছে জনপ্রিয়তা পেলেও কিছুতেই টিকটকের সঙ্গে পেরে উঠছে না ইনস্টাগ্রাম। আর তাই নতুন প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি বিভিন্ন সেবা নিয়মিত হালনাগাদ করছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।