অনলাইন ডেস্ক :
মহামারি করোনার কারণে ইতালিতে দীর্ঘদিন ধরে প্রবাসীদের সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই বললেই চলে। ইতিমধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় ইতালি থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। আর খোলা আকাশের নিচে প্রাণ ভরে শ্বাস নিচ্ছেন ইতালির বাসিন্দারা।
বিধিনিষেধ না থাকায় দীর্ঘদিন পর ইতালির ভেসেনজা অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা একসঙ্গে মিলিত হন। শনিবার (১৭ জুলাই) দিনব্যাপী স্থানীয় খোলা মাঠে প্রবাসীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে ভেসেনজা অঞ্চলে বসবাসরত সকল প্রবাসী বাঙালিরা অংশ নেন। অনুষ্ঠানে নারী ও শিশুরা নাচ, গান, কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে নানারকম মুখরোচক খাবার পরিবেশন করা হয়।