
অনলাইন ডেস্ক :
রাশিয়ার ৪৩ জন কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের চার দেশ। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। রুশ কূটনীতিক বহিষ্কার করা দেশগুলো হলো, আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও চেক রিপাবলিক। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইল্মস মঙ্গলবার বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এসব রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির পাল্যামেন্টে দেয়া ভাষণে তিনি আরও বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে তার দেশে নিযুক্ত রুশ কূটনীতিকদের বেলজিয়াম ত্যাগ করতে হবে। সংবাদমাধ্যম বলছে, বেলজিয়ামে নিযুক্ত রুশ কূটনীতিকের সংখ্যা ২১ জন। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বেলজিয়াম ছাড়তে হবে। এছাড়া নেদারল্যান্ডস ১৭ জন, আয়ারল্যান্ড ৪ জন এবং চেক রিপাবলিক একজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। এর আগে পোল্যান্ডও রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছিল।