
অনলাইন ডেস্ক :
খেলার ১৬ ও ১৭ তম ওভারে দুই সেট ব্যাটার অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ শোয়েব মালিকের উইকেট হারিয়ে রীতিমতো চাপের মুখে তখন পাকিস্তান। জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল আফগানিস্তান। কিন্তু আসিফ আলীর ঝড়ো ইনিংস আফগানদের সেই সম্ভাবনায় গুড়োবালি দিয়ে দিল। মাত্র ৭ বলে ৪টি ছক্কার সাহায্যে ২৫ রান করে ১ ওভার বাকী থাকতেই পাকিস্তানকে ৫ উইকেটের জয় এনে দেন এই ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২ রানে ওপেনার মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারা পাকিস্তান। এরপর ফখর জামানকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৬৩ রানের জুটি গড়েন বাবর আজম। দলীয় ৭৫ রানে ফেরেন ফখর জামান। এর পর শোয়েব মালিককে নিয়ে জয়ের দিকেই আগাচ্ছিলেন হাফ সেঞ্চুরি করা পাক অধিনায়ক। কিন্তু উভয়েই পরপর আউট হলে চাপে পড়ে যায় পাকিস্তান। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৭ রান তুলতে সক্ষম হয় আফগানরা।