আসছে শাওন-সাফা জুটির নাটক ‘ও আমার বাসর রাত’

আসছে শাওন-সাফা জুটির নাটক ‘ও আমার বাসর রাত’

বিনোদন ডেস্ক :

নতুন নাটকে জুটি হয়ে আসছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী সৈয়দ জামান শাওন ও সাফা কবির। নাটকের নাম ‘ও আমার বাসর রাত’। নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা রনি বলেন, একটি বিয়ে বাড়ি নিয়ে ভিন্ন আঙ্গিকের গল্প। এখানে দেখা যাবে সারাদিন বিয়ে নিয়ে খুব খাটনি গেলেও বাসররাতের জন্য শাওনকে বেশ খুশি দেখাচ্ছে। কিন্তু বাসরঘরে ঢুকতে পারছে না। রাত অনেক হচ্ছে কিন্তু আত্মীয়স্বজনরা বসে আছে এখনো। এসব পেরিয়ে তার বাসরঘরে প্রবেশ করার নাটকীয়তাই দেখতে পাবেন দর্শক। জানা যায়, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *