
মোহাম্মদ স্বপন | এথেন্স, গ্রীস | অনলাইন ডেস্ক :
আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভৈরব উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান জনাব আবুল মনসুর।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আবুল মনসুর শনিবার সকালে ঢাকায় এমপির বাসভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নাজমুল হাসান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
ঐ সময় উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মাননীয় মেয়র জনাব ইফতেখার হোসেন বেনু ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব মীর্জা সুলাইমান।
সৌজন্য সাক্ষাৎকালে জনাব আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি নব নির্বাচিত চেয়ারম্যান আবুল মনসুর’কে অভিনন্দন জানিয়ে বলেন সকলে মিলে চলমান সরকারের উন্নয়নকে জনগণের দোয়ারে দোয়ারে পৌঁছে দিতে হবে। হিংসা বিভেদ ভূলে পরস্পরের প্রতি সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে। তবেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
ভৈরব উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব আবুল মনসুর বলেন আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে।
তারই ধারাবাহিকতায় জননেতা আলহাজ্জ নাজমুল হাসান পাপন এমপির দিক নির্দেশনায়ন ভৈরব উপজেলায় আগামী পাঁচ বছরে ভৈরব পৌরসভা ও ইউনিয়নে আনাচে কানাচে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে ছোঁয়া পৌঁছে যাবে।