অনলাইন ডেস্ক :
আর্জেন্টিনার একাদশে পাঁচ থেকে ছয়টি পরিবর্তন আনবেন স্কালোনি। গোলরক্ষক ওয়াল্তার বেনিতেজের জাতীয় দলে অভিষেক হওয়া প্রায় নিশ্চিত। তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো প্রথমবারের মতো শুরুর একাদশে ঠাঁই নিতে পারেন। এলসালভাদরকে উড়িয়ে দেওয়া ম্যাচের একাদশ ধরে রাখছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি কোস্টারিকার বিপক্ষে পাঁচ থেকে ছয়টি পরিবর্তন আনার কথা বলেছেন সংবাদ সম্মেলনে। গোলরক্ষক ওয়াল্তার বেনিতেজের জাতীয় দলে অভিষেক হওয়া প্রায় নিশ্চিত। তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো প্রথমবারের মতো শুরুর একাদশে ঠাঁই নিতে পারেন। প্রীতি ম্যাচে আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টা ৫০ মিনিটে। আগের প্রীতি ম্যাচে গত শনিবার ফিলাডেলফিয়ায় এলসালভাদরকে ৩-০ গোলে হারায় স্কালোনির শিষ্যরা।