অনলাইন ডেস্ক :
মুক্তির আগেই বড় ধাক্কা খেল দীপিকা পাড়ুকোন এবং হৃত্বিক রোশনের সিনেমা ‘ফাইটার’। টাইমস অব ইন্ডিয়ার তথ্য মতে, আরব আমিরাতে নিষিদ্ধ করা হয়েছে ফাইটার। সেন্সর বোর্ডের অনুমতি না মেলায় বলিউডি এই সিনেমা আরব আমিরাতে দেখানো হচ্ছে না। এ সিনেমার ট্রেইলার প্রকাশের পর নিন্দার ঝড় উঠেছে পাকিস্তানেও।
ভারতসহ সারা বিশ্বে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দের সিনেমা ‘ফাইটার’। সোশাল মিডিয়ায় দেশটির অনেক অভিনেতা-অভিনেত্রী এবং দর্শক বলছেন, সিদ্ধার্থ ভারতীয়দের মধ্যে পাকিস্তানি বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ফাইটার বানিয়েছেন।
এ সিনেমায় শত্রু হামলার বদলা নিতে বিমান বাহিনীর একদল অকুতোভয় যোদ্ধার প্রাণপণ লড়াই দেখানো হয়েছে। সিনেমায় ভারতীয় যুদ্ধবিমান ও বিমানঘাঁটির সত্যিকারের ভিডিও ব্যবহার করেছেন আনন্দ।
ফাইটারর সিনেমার মধ্যে দিয়ে প্রথমবার জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অনিল কাপুর।