আয়েবাপিসির কার্যনির্বাহী কমিটির এক  আন্তর্জাতিক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

আয়েবাপিসির কার্যনির্বাহী কমিটির এক আন্তর্জাতিক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

সজীব আল হোসাইন : ইতালি :

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব (আয়েবাপিসি)বর্তমান কার্যনির্বাহী কমিটির এক আন্তর্জাতিক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৪১ সদস্য বিশিষ্ট একটি বিশাল শক্তিশালী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যই উপস্থিত ছিলেন। অবশ্য পেশাধারী কাজের জন্য কয়েকজন সদস্য অনুপস্থিত ছিলেন।

বৈঠকে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ইউরোপের কোন একটি দেশে ৪১ সদস্য
বিশিষ্ট বিশাল কমিটির এক জাঁকজমক অভিষেক অনুষ্ঠানের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন।

উল্লেখ্য যে,ইতালির রাজধানী রোমে গত ডিসেম্বর মাসে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের নিয়ে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নামে সংগঠনটি নিবন্ধন বা রেজিস্ট্রেশন হয়েছে।

ইতালি সরকারের নিকট All Eurpean Bangla Press Club” – AEBAPC
এর রেজিস্ট্রেশন নাম্বার 2892।

ইতালি যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ, তাই এই রেজিস্ট্রেশন বাকী ২৬ টি ইইউ দেশেও সমানভাবে
আইনত স্বীকৃত।

সাংবাদিকদের বৈধ এই সংগঠনটি নিজস্ব মনোগ্রাম সহ ইতালির সরকারের নিকট রেজিস্ট্রেশন করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য মনিরুজ্জামান মনির।

উল্লেখ্য যে,ইতালির রোমে ২০১৬ সালে প্রতিষ্ঠা লাভের পর এই প্রথম ইউরোপের সাংবাদিকদের পরিবার খ্যাত এই প্রতিষ্ঠানটি ইতালির সরকার তথা ইউরোপিয়ান ইউনিয়নে রেজিস্ট্রেশন হল।
সাথে সাথে সংগঠনটির একটি অত্যন্ত শক্তিশালী সংবিধানও প্রণীত হয়েছে।

ইউরোপে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটিতে ৪১ জন সদস্য বিশিষ্ট বিশাল কমিটির সদস্যরা যেসব দেশ থেকে প্রতিনিধিত্ব করছেন।

সে সমস্ত দেশের মধ্যে অন্যতম মাল্টা, সাইপ্রাস,গ্রীস,অস্ট্রিয়া,সুইজারল্যান্ড, ইতালি,স্পেন,পর্তুগাল,ফ্রান্স,জার্মানি
ও যুক্তরাজ্য (ব্রিটেন) বিশেষভাবে উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *