বিনোদন ডেস্ক :
দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা। মুক্তি প্রতীক্ষায় রয়েছে অমিতাভ রেজা পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’। সিনেমাটি বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। ২২ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চলা দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে অংশ নেয় সিনেমাটি। এবার ‘রিকশা গার্ল’ সিনেমাটি মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে উত্তর আমেরিকা সফর। অমিতাভ রেজা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব মূলত উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের একটি বুটিক চলচ্চিত্র উৎসব।’