আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস দিল

আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস দিল

অনলাইন ডেস্ক :

বর্তমানে বৃষ্টির প্রবণতা কমে গেছে। তবে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এদিন আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান জানিয়েছেন, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ উঠতে ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ২৫-৩০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আগামী দু’দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনের শেষের দিকে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *