
অনলাইন ডেস্ক :
বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে রোববার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত বন্ধ থাকবে।
ইতোমধ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিব শংকর দেব। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে সকাল থেকে বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল থেকে এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে।