
সোহানুর রহমান সোহান | ভৈরব কিশোরগঞ্জ অনলাইন ডেস্ক |
আইজিপি পুরস্কারে ভূষিত হলেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম। ছিনতাইকৃত টাকা ও মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় গত১০জুন, সোমবার বেলা ১১টায় জেলা আইনশৃঙ্খলা ও কল্যাণ সভায় ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ও এএসআই ফরিদুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এছাড়াও সভায় ছিনতাইকৃত টাকা উদ্ধারে অবদান রাখায় ভৈরব থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমানের হাতে আইজিপি পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. আল আমিন। অভিনন্দন ভৈরব থানার সুযোগ্য ওসি ও সেকেন্ড অফিসার আঃ রহমানসহ থানার সকল স্টাফদের।