অনলাইন ডেস্ক :
চারটি অলিম্পিকে অংশ নিয়ে চারটিতেই স্বর্ণপদক জয়! রীতিমতো অবাক করার ব্যাপার! টানা চার অলিম্পিকে সোনা জিতে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন কিউবার অ্যাথলিট মিজান লোপেজ।
যেন এক স্বপ্ন-পূরণের গল্প। ফিটনেস, বয়স সবকিছুকে হার মানিয়ে সেরাদের সেরা হওয়া। কুস্তি যেন তার কাছে শুধু পেশা নয়, এক অপার ভালবাসার নাম। তাই হয়তো বারবার সাফল্য এসে ধরা দেয় তার কাছে। কুস্তিতে টানা রেকর্ড গড়ে যা করলেন তা উদাহরণ হয়ে থাকবে অন্যদের জন্য।
চারটি অলিম্পিকে অংশ নিয়েই ক্ষান্ত নন মিজান লোপেজ। টানা চারটি অলিম্পিকে স্বর্ণপদক ঘরে তুলেছেন তিনি। গ্রেকো-রোমান বিভাগে প্রথম কুস্তিগীর হিসেবে পরপর চার অলিম্পিকে সোনা জয়ের রেকর্ড গড়েছেন কিউবার এই অ্যাথলিট।
মিজান লোপেজের আগেও কুস্তিতে আরও এক অ্যাথলিট চার আসরে চারটি স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছেন। জাপানের কাউরি ইচো ফ্রি-স্টাইলে পরপর চারটি অলিম্পিকে সোনা জিতেছেন। ২০০৪, ২০০৮, ২০১২ এবং ২০১৬ অলিম্পিকে স্বর্ণপদক জেতেন কাউরি ইচো।
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে যাত্রা শুরু হয় মিজান লোপেজের। টোকিও অলিম্পিক পর্যন্ত টানা চারবার সোনা জিতলেন কিউবার এই তারকা কুস্তিগীর। এবার টোকিওতে সোনা জয়ের সঙ্গে সঙ্গেই নজিরও গড়ে ফেললেন তিনি।
সোমবার (২ আগস্ট) জর্জিয়ার লাকোবি কাজাইয়াকে গ্রেকো-রোমান ফাইনালে ৫-০’তে পরাজিত করেন মিজান।
এর আগে সেমিফাইনালে তুরস্কের রিজা কায়ালপকে ২-০’তে হারিয়েছিলেন। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রিজা কায়ালপ।
এদিকে টোকিও অলিম্পিকের ১০ম দিনে পদক জয়ে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বেশ এগিয়ে গেছে চীনারা। ২৯টি স্বর্ণ নিয়ে শীর্ষস্থানে অবস্থান চীনা অ্যাথলিটদের। ২২টি স্বর্ণ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।