অনলাইন ডেস্ক :
চলতি মাসে পার্থ-অর্পিতা কাণ্ড নিয়ে যখন রাজ্যেজুড়ে তোলপাড় সেই সময় টালিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর সঙ্গে অর্পিতার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এনিয়ে দীর্ঘদিন নীরব থাকতে দেখা যায় টালি নায়কে। তবে শেষ পর্যন্ত মুখ খুলেছেন এই অভিনেতা।
গত মঙ্গলবার (২৩ আগস্ট) ভারতের এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোহম ভাইরাল ভিডিওর প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে বলেছেন, অনেক দিন আগে একসঙ্গে অভিনয় করেছিলাম। সেটা আমার ক্যারিয়ারের একদম প্রথম দিকের সিনেমা। অবশ্য একসঙ্গে অভিনয় করলেই জানা যায় না কার ব্যক্তিগত জীবন কেমন। এদিকে, পার্থকাণ্ডে অর্পিতা বিস্ফোরণ ঘটাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ইডিকে অনেক কিছুই তিনি বলেছেন বলে জানা গেছে। এমনকি বিচারকের সামনে গোপন জবানবন্দিও দিতে পারেন বলে মনে করছেন অনেকে।