অভিবাসীদের আগমনে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে ইতালি

অভিবাসীদের আগমনে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে ইতালি

অনলাইন ডেস্ক :

ভূমধ্যসাগরীয় পথে অনিয়মিত অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ার ফলে ইতালি সরকার স্টেট অফ ইমারজেন্সি বা জরুরি অবস্থা ছয় মাসের জন্য বাড়িয়েছে।

মূলত উন্নত জীবনের আশায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের অনিয়মিতপথে ইউরোপে পৌঁছানোর মরিয়া চেষ্টা কেবলই বাড়ছে। আর এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছিল ইতালি৷ সরকারের কৌশলগত পরিকল্পনার অভাবকে হাইলাইট করে এআরসিআই (ইতালির সামাজিক সংগঠন) এই পদক্ষেপকে “বিবেচনাহীন প্রচার” বলে সমালোচনা করেছে।

প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং নাগরিক সুরক্ষা মন্ত্রী নেল্লো মুসুমেচির সিদ্ধান্ত অনুসারে অভিবাসীদের উপর জরুরি অবস্থার মেয়াদ অতিরিক্ত ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে৷ এ কারণ “ভূমধ্যসাগরীয় অভিবাসন রুট দিয়ে জাতীয় ভূখণ্ডে প্রবেশকারী অভিবাসীদের প্রবাহের ব্যতিক্রমী বৃদ্ধি৷”৷ ২৮ মে অফিসিয়াল গেজেটে এ কথা প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র : ইনফো মাইগ্রেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *