অনলাইন ডেস্ক :
রাজবাড়ির পাংশা উপজেলার ছেলে ইমন রাজ। ছোট বেলা থেকেই অভিনয়ের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। সেই ভালোবাসার টানেই অভিনয়ে আসা।
ইমন রাজ এ পর্যন্ত প্রায় ২০ টি মিউজিক ভিডিওতে মডেল হয়ে অভিনয় করেছেন। এছাড়া ফুড ডেলিভারি ম্যান, সাইকোলজি, প্রেম ভাই ও মন টুরি নামক টিভি নাটকেও অভিনয় করেছেন।
ইমন রাজ সম্পর্কে জানতে চাইলে অভিনেতা রতন মাহমুদ বলেন, ওর মধ্যে অভিনয়ের ক্ষুধা আছে। ওকে গাইড করলে ও ভালো করবে। আমি ওর সাফল্য কামনা করছি। ইমন রাজ একজন ভালো অভিনেতা হয়ে উঠতে সকলের সহযোগিতা কামনা করেন।