বিনোদন ডেস্ক :
পর্ন-কাণ্ডে গ্রেপ্তার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী, বিশিষ্ট ব্যবসায়ী রাজ কুন্দ্র। এ বিষয়ে এত দিন নীরব ছিলেন শিল্পা। এবার আনুষ্ঠানিক বিবৃতি দিলেন। সামাজিক মাধ্যমে শিল্পা শেঠি দীর্ঘ বিবৃতিতে জানান, গেল কয়েক দিন ধরে কঠিন সময় পার করছেন তিনি। এরই মধ্যে নানা গুঞ্জন ও অভিযোগ উঠেছে বিভিন্ন মাধ্যমে। বহু বার কটাক্ষের শিকার হয়েছেন তিনি। শুধু তিনি নন, তাঁর পরিবারও কটাক্ষের শিকার হয়েছে। কিন্তু মুখ খোলেননি তিনি। কারণ, বিচারাধীন বিষয় নিয়ে তিনি কথা বলতে চান না। শিল্পার ভাষ্য, ‘যেহেতু (মামলার) তদন্ত চলছে, মুম্বাই পুলিশ এবং ভারতের বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’ সেই সঙ্গে শিল্পা সবার প্রতি অনুরোধ করেন, যেন তাঁর পরিবারকে সবাই সম্মান করেন এবং ‘মিডিয়া ট্রায়াল’ না করেন। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার আহ্বানও জানান তিনি।