বিনোদন ডেস্ক :
মহামারি করোনা ভাইরাসের কারণে ‘সূর্যবংশী’ সিনেমার মুক্তির তারিখ পিছিয়েছে বহুবার। প্রতিবারই ঘোষণা দিয়েও মুক্তি স্থগিত করতে হয়েছে নির্মাতাদের। অবশেষে রোহিত শেঠির পুলিশ অ্যাকশন সিনেমাটির মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আসন্ন দিওয়ালিতে ভারতে ‘সূর্যবংশী’ মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। রোহিত শেঠি টুইটে লেখেন, ‘অবশেষে আমরা বলতে পারি, আগামী দিওয়ালিতে পুলিশ আসছে…’। এই প্রথম রোহিতের পরিচালনায় ‘সূর্যবংশী’তে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এতে অক্ষয়কে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান বীরের ভূমিকায় দেখা যাবে। ‘সিংঘাম’ ও ‘সিম্বা’র পর এটি রোহিত শেঠির তৃতীয় পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা।