
অনলাইন ডেস্ক :
কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি চোট নিয়ে মাঠ ছাড়লেও মনোবল হারায়নি আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে কলম্বিয়ার ২৮ ম্যাচের অজেয় যাত্রা থামিয়ে ১-০ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
কোপা আমেরিকার ৪৮তম আসরে আর্জেন্টিনার এটি টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম শিরোপা। এতদিন ১৫টি শিরোপা নিয়ে উরুগুয়ের সাথে রেকর্ডটা ভাগাভাগি করে আসছিলেন মেসি-দি মারিয়ারা। লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বৈশ্বিক বড় শিরোপাও জিতল তারা।
২০২১ কোপা আমেরিকার পর ২০২২ ফিফা বিশ্বকাপ। আর এবার ২০২৪ কোপা আমেরিকা- লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে টানা তিনটি বড় শিরোপা জিতল আর্জেন্টিনা। ইউরোপে এই অর্জন আছে শুধু স্পেনের। ২০০৮ ও ২০১২ সালে ইউরো জয়ের মাঝে তারা ২০১০ সালে জিতেছিল বিশ্বকাপ।